যবিপ্রবিতে প্রতি আসনে লড়বেন ৪৭ শিক্ষার্থী

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত টেকনিক্যাল কমিটি জানিয়েছে, ছয়টি অনুষদের ৯১০ আসনের বিপরীতে মোট ৪৩ হাজার ১৮২ জন আবেদন করেছেন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে িি.িলঁংঃ.বফঁ.নফ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া গুগল পেস্ন স্টোর থেকে অফসরংংরড়হ অরফ, ঔটঝঞ অ্যাপস ডাউনলোড করেও ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত তথ্য জানা যাবে। বিশ্ববিদ্যালসহ যশোরের বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন ও লাইব্রেরি ভবন, সরকারি এম এম কলেজ, সিটি কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যিাল কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ ও কাজী নজরুল ইসলাম কলেজ। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত 'এ' ইউনিট, দুপুর সাড়ে ১২ থেকে ২টা পর্যন্ত 'বি' ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত 'ডি' ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত 'ই' ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত 'এফ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।