নবীনগরে ঘর পেলেন জান্নাতুল ফেরদৌসী

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারায়নপুর গ্রামে একটি পরিবারকে ঘরের চাবি তুলে দেন ইউএনও মোহামম্মদ মাসুম -যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে অসহায় গরিব এক গৃহবধূ জান্নাতুল ফেরদৌসী স্বামী মো. সুলতান মিয়া দুই ছেলে দুই মেয়ে নিয়ে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে একটি বাড়িতে আশ্রিতা হয়ে স্বামীর ক্ষুদ্র আয়ে কোনো রকমে দিন কাটছিল। দেড় শতকের একখন্ড জমি ছাড়া আর কিছুই নেই সুলতান মিয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের কাছে জীবনের ঠিকানা খোঁজার সাহায্য প্রার্থী হয় ওই অসহায় পরিবারটি। ইউএনওর আহ্বানে সরলপথ ফাউন্ডেশন ও বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক অনুদানে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে দুই রুমবিশিষ্ট একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়নপুর গ্রামে উপস্থিত হয়ে ওই অসহায় পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দেন জান্নাতুল ফেরদৌসির হাতে।