ফরিদগঞ্জে সংঘর্ষে সাতজন আহত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার সকালে একই স্থানে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ছাত্রলীগের সমাবেশ ডাকায় দুটি কর্মসূচিই বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে রোববার রাতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী মঞ্চ ভাংচুর, হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন আহত হন। উপজেলার চির্কাচাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার সকালে চির্কাচাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট এনপিএল প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অন্যদিকে একই স্থানে ইউনিয়ন ছাত্রলীগ মতবিনিময় সভা আহ্বান করে। রোববার রাত ৯টার দিকে কলেজ মাঠে নির্মিত খেলার উদ্বোধনী মঞ্চ ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এ সময় নয়াহাট বাজারে আওয়ামী লীগের দুটি পক্ষ হামলা পাল্টা হামলা ও দোকানপাট ভাংচুরে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুষ্ঠানস্থলে নিষেধাজ্ঞা জারি করেন। টুর্নামেন্টের আয়োজক যুবলীগ নেতা পুতুল সরকার জানান, মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা থাকলেও আগের রাতেই তাদের মঞ্চ ভাংচুর করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সোহাগ জানান, সোমবার সকালে তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। কিন্তু একই স্থানে টুর্নামেন্টের উদ্বোধনের ঘোষণা দেয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ জানান, রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষ অনুষ্ঠান বন্ধ রেখেছে।