আটপাড়ায় আমনের বাম্পার ফলন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

আটপাড়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার আটপাড়ায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহওয়া অনুকূলে থাকায় এ ফলন হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলায় হাইব্রিড ৯০ হেক্টর, উফশী ৭৬৮১ হেক্টর এবং স্থানীয় জাতের ১৬৩০ হেক্টর জমির এ বছর রোপা আমন আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকগণ হাইব্রিড এবং কিছু কিছু উফশী ধানের মাড়াই কাজ শুরু করেছেন। গ্রামের কৃষক হামিদুর রহমান জানান, এবার আবহওয়া অনুকূলে ও সময়মত বৃষ্টি হওয়ায় হাইব্রিড ধানী গোল্ড, ৭০০৬, এগ্রো ধান ১২, উফশী বিনা ৭, ব্রি ধান ৪৯, ৩২, ৫২, ৩৪, ৮৭ এবং স্থানীয় জাত বিরই, নাতিশাইল, বদ্বিরাজ, আরপারিনা ধানের চাষ হয়েছে। বাম্পার ফলনের ব্যাপারে কৃষি অফিসার মো. মাসুদুর রহমান জানান, সময়মত ধাপে ধাপে বৃষ্টি, পোকার আক্রমণ কম এবং সুষম সার প্রয়োগের ফলে আমনের বাম্পার ফলন হয়েছে। তিনি আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে আমন ধান বিক্রি করতে পারেন তার জন্য কৃষকদের তালিকা উপজেলা কৃষি অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কৃষকগণ ধান বিক্রয়ে যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন তার জন্য কৃষি অফিস তৎপর রয়েছে।