রাজারহাটে নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার নদী সংলগ্ন পাঠানহাট নামক স্থানে মরা তিস্তা নদীর (চাকিরপশার নদী) দখলমুক্ত করে সেতু স্থাপন, ইজারা বাতিল, নদী খনন করে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় সমাবেশ ও মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সংগঠনের আহ্বায়ক খন্দকার আরিফের সভাপতিত্বে বক্তব্য দেন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ড. তুহিন ওয়াদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্য সচিব তারেক আহমেদ, রাজারহাট মহিলা কলেজের প্রভাষক জাকির আহমেদ প্রমুখ। , পুটিকাটা মাধ্যমিক স্কুলের শিক্ষক ও আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক গজেন্দ্রনাথ রায়, জেলে আবুল কালাম আজাদ প্রমুখ।