শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমি হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. রফিক উলস্নাহ খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে ৪৯৮ দশমিক ৪৫ একর জমির দলিল হস্তান্তর ও প্রথম পর্যায়ে ১০ জন জমির মালিককে মোট ১ কোটি ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।