শিবগঞ্জে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ হচ্ছে

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ কাজ দ্রম্নত এগিয়ে চলছে। গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণকাজের উদ্বোধন করেন। আগামী বছরের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ঘোষণা দিয়েছেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এই প্রথম শিবগঞ্জে বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনার নামকরণ হতে যাচ্ছে। জানা যায়, ২০১৫ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হবার পর তিনি সিদ্ধান্ত নেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্র থানা গেটের সামনের পরিত্যক্ত গোল চত্বরের জায়গাটিতে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করবেন। আধুনিক নকশায় নির্মিত বঙ্গবন্ধু স্কয়ারটি হবে দৃষ্টিনন্দন। সেখানে সবাই সভা-সমাবেশ করতে পারবে। রাতে বঙ্গবন্ধু স্কয়ারটি আলোয় আলোকিত হবে। যা শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু স্কয়ারের নকশা করেছেন স্থপতি আরিফুল ইসলাম। শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম জানান, মেয়র মহোদয়ের আপ্রাণ চেষ্টায় শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ ৯১ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। মেসার্স সোনালী আকাশ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বঙ্গবন্ধু স্কয়ারের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।