খাগড়াছড়ি আওয়ামী লীগের সম্মেলন ২৪ নভেম্বর

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

রিপন সরকার, খাগড়াছড়ি
দীর্ঘ সাত বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত এিবার্ষিক কাউন্সিল। আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলকে ঘিরে খাগড়াছড়ি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বেশিরভাগ পদপ্রত্যাশী নেতা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন, পদ পাওয়ার জন্য লবিং করছেন। একই সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে কারা আসছেন সেই আলোচনা চলছে চায়ের টেবিল থেকে হাট-বাজার সব জায়গায়। জেলার গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, পোস্টারে চেয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক প্রচার। আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। এবারে জেলা আওয়ামী লীগের এিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমির দত্ত চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির খাঁন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বর্তমান শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র মো. শামসুল আলম এবং দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেমের নাম শোনা যাচ্ছে।