আত্মসাৎ করা টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
আত্মসাৎ করা বিধবা ও প্রতিবন্ধী ভাতার ৪০ হাজার টাকা ফেরত দিয়ে রেহাই পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লিটন চন্দ্র দাশ।সোমবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজলুল হক সেলিমের জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান। স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের স্বপ্নাপ্থরণী দাশের নামে বিধবা ভাতা ও একই গ্রামের প্রতিবন্ধী সমিরন দাসের নামে প্রতিবন্ধী ভাতার কার্ডের বিপরীতে ৪০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন লিটন দাশ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুন নূর বিষয়টি জানতে পেরে মঙ্গলবার কার্ড দুটি জব্দ করে আত্মসাৎকারী সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী লিটন দাশ ও তার লোকজন সমাজসেবা কার্যালয়ে এসে দুর্ব্যবহার শুরু করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন দাশ ও প্রতারণার শিকার দুই ভাতাভোগীকে নিয়ে তার কার্যালয়ে বৈঠক করেন। এ সময় দুইজনের আত্মৎসাৎ হওয়া ৪০ হাজার টাকা ফেরত দেন সাবেক ইউপি সদস্য। পরে উপজেলা চেয়ারম্যানের জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়। ইউএনও তৌহিদ বিন হাসান জানান, আত্মসাতের ব্যাপারটি প্রমাণিত হওয়ায় সাবেক ইউপি সদস্য ৪০ হাজার টাকা ফেরত দিয়েছেন। পরে মুচলেখা রেখে উপজেলা চেয়ারম্যানের জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়েছে।