ভোমরা সীমান্ত থেকে ১১৫ কেজি ইলিশ জব্দ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে সিএনজিভর্তি ১১৫ কেজি ইলিশ মাছসহ আল আমিন (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার গভীর রাতে ভোমরা স্থলবন্দর বাজারের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আল আমিন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ভোমরা বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে সিএনজিভর্তি ১১৫ কেজি ইলিশ মাছসহ চোরাকারবারি আল আমিনকে আটক করা হয়। জব্দকৃত মাছসহ সিএনজির মূল্য ছয় লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।