নজরুল বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজন আটক

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সোমবার 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যজনের হয়ে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার রাত ৯টার দিকে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন ফারহানা তাজমিম কণার পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নওশিন সায়েরা অদ্রি এবং টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. হিলেস্নাল বিশ্বাস। অদ্রি এবং হিলেস্নাল প্রক্সি জালিয়াতি চক্রের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তারা সারাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিয়ে থাকেন বলে জানান। প্রতিটি পরীক্ষার জন্য তারা দুই থেকে চার-পাঁচ লাখ টাকা নিয়ে থাকেন। চলতি বছর তাদের চক্র প্রায় এক কোটি টাকা এভাবে নিয়েছেন বলে আটককৃতরা স্বীকার করেন। এ চক্রটি জগন্নাথ, নোয়াখালী, জামালপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পাবনা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিয়ে আসছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে অংশগ্রহণের অভিযোগে দু'জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।