সাঁথিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেট এসএম জামাল আহমেদ বর ও কনের বাবাকে ১৪ দিনের কারাদন্ড দিয়েছেন। জানা গেছে, উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের আবু বকর শেখের মেয়ে ইদ্রাকপুর মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে বেড়া উপজেলার তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলের (২০) সোমবার রাতে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় বর ও কনের বাবাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, এফিডেভিটের মাধ্যমে বিয়ে অবৈধ। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১৪ দিন করে কারান্ড দেয়া হয়েছে।