অপহূত পিইসি পরীক্ষার্থী কক্সবাজারে উদ্ধার

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
গাজীপুর থেকে অপহূত পিইসি পরীক্ষার্থী মোস্তাকিম আলম জয়কে (১১) উদ্ধার করেছে কক্সবাজার টু্যরিস্ট পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে শহরের লাবনী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারীদেরও আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহূত মাইক্রোবাসটিও। উদ্ধার হওয়া মোস্তাকিম আলম জয় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার গনেরগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং গাজীপুর কোনাবাড়ির আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজের এবার পিইসি পরীক্ষার্থী। আটক অপহরণকারীরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইলের বাদলের ছেলে শান্ত (১৪), একই জেলার ত্রিশাল এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন (২১) ও হূদয় শেখ (২২), লালমনিরহাট জেলার আলতাফ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক মিজানুর রহমান মন্ডল (৩৬)। এ ব্যাপারে টু্যরিস্ট পুলিশের এসপি জিলস্নুর রহমান জানান, রবিবার পিইসি পরীক্ষা শেষে নিজ বাসার উদ্দেশে জয় রওনা দেয়। এসময় শান্ত তার সহযোগীদের নিয়ে পথ গতিরোধ করে জয়কে মাইক্রোবাসে তুলে কক্সবাজারে অপহরণ করে নিয়ে আসে। পরে এখানে এসে অপহরণকারীরা শিশু জয়ের বাবার মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর জয়ের বাবা মো. জাহাঙ্গীর নিজে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। এরই সূত্র ধরে কোনাবাড়ী থানা পুলিশ বিষয়টি কক্সবাজার জেলা পুলিশকে জানায়। এসময় ট্যুরিস্ট পুলিশের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে শহরের লাবনী পয়েন্টে অবস্থান করা একটি মাইক্রোবাস থেকে অপহৃত জয়কে উদ্ধারসহ চার অপহরণকারীকে আটক করে।