কাপাসিয়ায় কেন্দ্রের বাইরে প্রশ্ন শিক্ষকের জরিমানা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কাপাসিয়ায় এবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোবাইলে ছবি উঠিয়ে কেন্দ্রের বাইরে পাচার করায় আল আমীন নামে এক শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা তার কার্যালয়ে এই দন্ড দেন। জানা যায়, প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার দ্বিতীয় দিনে এবতেদায়ী শাখার বাংলা পরীক্ষায় উপজেলার সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাড়িয়াদী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল আমীন তার মোবাইলে প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে গিয়ে প্রচার করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অন্য শিক্ষকরা তাকে আটক করে ইউএনওকে জানান। ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আল আমীনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তার মোবাইল ফোনটি জব্দ করেন।