লিবিয়ায় বিমান হামলা

নিহত বাবু লালের বাড়িতে শোকের মাতম

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

রাজশাহী অফিস
বাবু লাল
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত বাংলাদেশি বাবু লালের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার ভোরে লিবিয়া থেকে শরিফ নামের বাবুল লালের এক বন্ধু ফোন করে মৃতু্যর সংবাদ জানায়। বাবু লালের মৃতু্যর খবরের পর থেকে তার পরিবারে চলছে শোকের মাতম। সোমবার ত্রিপোলিতে বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ত্রিপোলির তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবু লালের বড় ভাই রুস্তম আলী জানান, ১০ বছর আগে ২০০৯ সালে লিবিয়া যায় বাবু লাল। ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় একটি বিস্কুট কারাখানায় কাজ করছিল সে। যে বিস্কুট কারখানায় বিমান হামলা হয়েছে সেটির কর্মী ছিল বাবু লাল। ১০ বছর ধরে সে ওই বিস্কুট কারখানায় কাজ করে আসছে। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাংলাদেশি নিহত হওয়ার কথা তাকে জানানো হয়। তার নাম বাবু লাল। বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিশুপাড়া গ্রামে। পরে খোঁজ-খবর নিয়ে তিনি ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেন।