প্রবীণদের অধিকার রক্ষায় নাটোরে মানববন্ধন

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরে প্রবীণদের বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করে চলন্তিকা পাঠাগার -যাযাদি
ষাটোর্ধ বয়সের ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সিনিয়র সিটিজেন ঘোষণা, দেশের সব হাসপাতাল ও পরিবহণে আসন সংরক্ষণ, প্রবীণদের জন্য বিশেষ আদালত, প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ১৪ দফা দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে ব্রিটিশ কাউন্সিলের পস্নাটফর্ম ফর ডায়ালগের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের পস্নাটফর্ম ফর ডায়ালগের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্বাস আলী।ী, সদস্য আব্দুল খালেক, অমর ডি কস্তা প্রমুখ। বক্তারা প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শনসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।