মুকুন্দপুর মুক্ত দিবস পালিত

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুকুন্দপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দিসবের সূচনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা হাজী মো. দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ। উলেস্নখ্য, ১৯৭১ সালের ১৯ নভেম্বর মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামুড়া ও তার আশপাশ এলাকা শত্রম্নমুক্ত হয়।