মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর চারঘাট বাজারে মঙ্গলবার সকালে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মির্জা আনোয়ারুল বাছের অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ডালিম ফার্মেসির মালিক মোসাদ্দেক হোসেন মানিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ নাজমুল হক। পরে চারঘাট বাজারের সবজি বাজারেও অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেয়া হয়। কয়েকটি দোকানে পেঁয়াজ ২৪০ টাকা কেজিতে বিক্রি করতে দেখে পেঁয়াজের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।