রামেক হাসপাতালের তিনতলা থেকে পড়ে রোগীর মৃতু্য

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজশাহী অফিস রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে জেসমিন আরা (২৭) নামে এক রোগীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রামেক হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের ভবন থেকে পড়ে তার মৃতু্য হয়। পুলিশের ধারণা, আত্মহত্যা করতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন জেসমিন। বুধবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান। জেসমিন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী। জন্ডিসে আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর তিনি রামেক হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ওসি শাহাদাত হোসেন খান বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে জেসমিন ওয়ার্ডের বাইরে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরো বলেন, জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃতু্য মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে কেন বা কীভাবে একজন রোগী তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তা খতিয়ে দেখার জন্য পুলিশকে বলা হয়েছে।