পঞ্চগড়ে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে নিকাহ রেজিস্টার এবং মসজিদের ইমামদের নিয়ে বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট-সিআরডি ও মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। সিআরডি'র নির্বাহী পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।