বাউবিতে কমনওয়েলথ ইয়ুথ ওয়ার্ক কর্মশালা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুর প্রতিনিধি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেছেন, যুবশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সে জন্য দেশের যুবশক্তির দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ ও যুব উন্নয়ন শিক্ষাদান প্রয়োজন। বুধবার ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দি ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট ইন্ডিজ এবং কমনওয়েলথ অব লার্নিংয়ের (কোল) উদ্যোগে তিন দিনব্যাপী কমনওয়েলথ হায়ার এডুকেশন কনসোর্টিয়াম ফর ইয়ুথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কমনওয়েলথ অব লার্নিংয়ের সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে যুব উন্নয়নে ভূমিকা রাখার জন্য এ প্রশিক্ষণের মাধ্যমে স্নাতক পর্যায়ে যুব উন্নয়নবিষয়ক একটি নতুন শিক্ষা প্রোগ্রাম অচিরেই চালু হতে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ড. আমিনা ওসমান, উপদেষ্টা, এডুকেশন ইকোনমিক, ইয়ুথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ডিরেক্টরেট, কমওয়েলথ সেক্রেটারিয়েট, ইউকে এবং আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও মহাপরিচালক, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র। কর্মশালায় ইংল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলংকা ও ভারতের ১৪ জন প্রতিনিধিসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, সাভার, যুব উন্নয়ন কেন্দ্র বগুড়া ও বেসরকারি সাহায্য সংস্থা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিওয়াইডিডবিস্নও প্রোগ্রামের শিক্ষার্থী, বাউবির কৃষি ও পলস্নী উন্নয়নের শিক্ষকসহ ৬০ জন অংশগ্রহণ করছে।