পরিমল এখন ব্যবসায়ী

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুক মুক্তকরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সে লক্ষ্যে রাজশাহী জেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে। জেলা প্রশাসন রাজশাহীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা সিসিবিভিও গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের পরিমল ভিক্ষুককে নির্বাচন করে। পরিমল রাজাবাড়ীহাট ও তার আশপাশে ভিক্ষা করতেন। চৈতন্যপুর গ্রামের জনগণ ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রদীপ এক্কার সঙ্গে জেলা প্রশাসন রাজশাহীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত ১৪ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসন থেকে তাকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরিমল এই টাকা দিয়ে তার বাড়ির সামনে একটি মুদি দোকান দেন। \হতিনি এই ক্ষুদ্র ব্যবসা থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এটা তার বিশ্বাস।