শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ প্রতিনিধি শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে সুরমা শিশু ফোরাম ও আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চবিদ্যালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ এপির সহযোগিতায় বুধবার বিকালে এ উৎসব শহরের আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম। স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা অপূর্ব চিসিমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ'লীগের মহিলাবিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া। \হবিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। \হ