মতলবে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মতলব (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলাতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামে বৃহস্পতিবার রাত ২টার দিকে অগ্নিকান্ডে হোসেন সরকারের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। সরেজমিনে দেখা গেছে, হোসেনের চৌচালা ঘরটি পুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের সব আসবাবপত্র, চাল, পোশাকসহ ঘরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরো ঘর পুড়ে যায়। হোসেন সরকারের স্ত্রী রাহিমা আক্তার বলেন, তিন শিশু সন্তান রাকিবুল হাসান, সাব্বির হোসেন ও খিজির হায়াতকে নিয়ে তারা রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। পরে কোনোরকমে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। মুহূর্তেই চোখের সামনে পুড়ে যায় পুরো ঘর। ধারণা করা হচ্ছে, ঘরের উত্তর পাশের বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। ঘরে থাকা ৪ ড্রাম ভর্তি চাল, দুটি খাট, ডাইনিং টেবিল, সোফাসেট, ফ্যান, শোকেস, গ্যাসের চুলা সবকিছু মুহূর্তেই জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। হোসেন সরকার বলেন, তিনি নারায়ণগঞ্জে চাকরি করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে বাড়িতে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।