ইবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৭

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় অন্তত স্তজন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সন্ধ্যার পর জিয়া হল মোড়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র রিজভী আহমেদ ওশান হেঁটে যাওয়ার সময় লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঝিনুক, আলাল ইবনে জয় এবং চঞ্চু চাকামা তাকে ডেকে নেয়। এ সময় তারা ওশানকে চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ করে ওশান। এরপর ওশান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান, রানা, বাধন ও স্বাধীনকে বিষয়টি জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের উভয়পক্ষ। এতে অন্তত সাতজন কর্মী আহত হন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. খুরশিদা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিষয়টি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয়পক্ষের কর্মীদের নিজ নিজ হলে পাঠানো হয়েছে। নতুন করে ক্যাম্পাসে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।