১৮৭ হেক্টর জমির ফসল নষ্ট

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লালমোহন (ভোলা) সংবাদদাতা ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ভোলার লালমোহনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। ধান, ডাল, পানের বরজসহ শীতকালীন বিভিন্ন ফসলাদির ১৮৭ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বুলবুলের প্রভাবে। ধার দেনা করে চাষাবাদে জোগান দেয়ার ফলে পথে বসার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকগণের। উপজেলার ফরাজগঞ্জের আবুল হোসেন ও রমাগঞ্জের কৃষক হারিজ বলেন, 'এখন দেনা পরিশোধ করুম কেমনে। ঝড়ে সব মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। পাওনাদার তো আর ঝড়ের ক্ষতি দেখবে না।' উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ঘূর্ণিঝড় 'বুলবুল' এর আঘাতে রোপা আমন ১২০ হেক্টর, শীতকালীন শাকসবজি ৬০ হেক্টর, খেসারি ডাল ০৫ হেক্টর ও ০২ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।