জৈন্তাপুরে ভারতীয় ১৬ মহিষ উদ্ধার

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুর ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তুমইরেখাল এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। ১৯ বিজিবির সিও (কমান্ডিং অফিসার) লে. কর্নেল আবু সাঈদ জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। ১৯ নভেম্বর গভীর রাতে ভারত হতে চোরাইপথে নিয়ে আসা ১৬টি মহিষ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় গরু-মহিষ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে। অপরদিকে অবৈধ পথে গরু প্রবেশকে কেন্দ্র করে নানা সময় ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে নানা ঘটনার সূত্রপাত ঘটছে।