শাহজাদপুরে সুতা বানানোর বর্জ্যে দূষিত হচ্ছে জলাশয়

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের শিল্প জনপদ শাহজাদপুর। তাঁত শিল্প, দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত এই শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামে রয়েছে শতাধিক কারখানা। এসব কারখানার নির্গত বর্জ্য সিংহভাগ ফেলা হচ্ছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী করতোয়া নদীতে। ফলে করতোয়ার পানি সুতা প্রসেসিং বর্জ্যে দূষিত হয়ে উঠেছে। সুতা রং করা বিষাক্ত পানির নির্গত বর্জ্যে নদীর মাছ যেমন মারা যাচ্ছে ঠিক তেমনি নদীতে গোসল করা নারী-পুরুষ, শিশুর শরীরে নানা রকম চর্মরোগ দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে শাহজাদপুরের সুশীলসমাজ ও সচেতন মহল দারুণ উদ্বিগ্ন। সরেজমিনে করতোয়া নদীর ওপর নির্মিত করতোয়া সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তের কয়েকটি তাঁত শিল্প-কারখানার সুতা প্রসেসিং বর্জ্য নিয়মিতভাবে পাইপ দিয়ে করতোয়ায় ফেলার দৃশ্য লক্ষ করা গেছে। সুতা রং করা নানা কেমিক্যালের বিষাক্ত বর্জ্য কয়েক যুগ ধরে প্রকাশ্যে পাইপ স্থাপন করে নদীতে ফেলে পরিবেশ দূষণ করলেও যেন কোনো প্রতিকার ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই তো দেখার কেউ না থাকায় সহসাই বন্ধ হচ্ছে না বিষাক্ত বর্জ্য ফেলার কাজ। মাঝেমধ্যেই জেলেদের জালে রোগাক্রান্ত মাছ ধরা পড়ছে। এসব রোগাক্রান্ত মাছ খেয়েও অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ফলে দ্রম্নত নদীর চলন্ত পানিতে মিলের নির্গত বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি হয়ে উঠেছে। এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার ভারপাপ্ত মেয়র নাছির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই কারখানা মালিকরা কারখানার নির্গত বর্জ্য নদীতে ফেলছে যা মোটেও উচিত নয়। অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।