খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনায় ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ -যাযাদি
মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচুইটির টাকা প্রদানসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিসি রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় পস্নাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খান, মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, মো. মুরাদ হোসেনসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতা বক্তৃতা করেন। বক্তারা পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচু্যইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ-সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে ক্রিসেন্ট, পস্নাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না গিয়ে স্ব-স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথক পৃথকভাবে মূল ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এই কর্মসূচি চলাকালে প্রত্যেক মিল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।