বেড়িবঁাধ ভাঙনে ১০ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় তেলিখালী নামকস্থানে পুরাতন ¯øু¦ইস গেটের পাশে ২৯ নম্বর পোল্ডারের বেড়িবঁাধে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। রোববার দুপুর ১টার দিকে সেখানে ব্যাপক ভাঙন শুরু হয়ে ভেতরে পানি ঢুকছে। জানা যায়, উপজেলার তেলিখালী গ্রামস্থ ৩নং পুরাতন ¯øুইচ গেট-সংলগ্ন পানি উন্নয়ন বোডের্র ২৯ নম্বর পোল্ডারের বেড়িবঁাধে ঘোগা সৃষ্টি হয়েছে। রোববার দুপুর থেকে সেখানে ব্যাপক ভাঙন দেখা দেয়। প্রবল বেগে সালতা নদীর জোয়ারের পানি ভেতরে প্রবেশ করছে। দ্রæত রক্ষা করতে না পারলে তেলিখালী, কাঞ্চননগর, হাজিবুনিয়া, উলা, রাজিপপুরসহ ৮-১০টি গ্রাম প্লাবিত হবে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর ঘটনাস্থল পরিদশর্ন করেন। এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার মোছা. শাহনাজ বেগম জানান, ভাঙনের খবর শুনেই সংশ্লিষ্ট দপ্তরের (পাউবো) ঊধ্বর্তন কমর্কতাের্দর অবহিত করেছি।