কঁাঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুট। বিগত তিন/চারদিন ধরেই নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নব্য সংকটের কারণে সোমবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিকল্প চ্যানেল ও সরাসরি মূল চ্যানেলে দুটিতেই নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে দুভোের্গ পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কতৃর্পক্ষ। বিআইডবিøউটিসি’র কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সংকট দূর না করা পযর্ন্ত ফেরি চালানো সম্ভব নয়। চ্যানেলের পলি অপসারনের কাজ দ্রæত গতিতে চলছে। পলি অপসারণ হলেই তারা ফেরি চালু করে দেবেন।