সুন্দরগঞ্জে এসএসসির ফরম পূরণে অনিশ্চয়তা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাতজনসহ মোট ২৫ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে পড়ার টেবিলে বসতে পারছে না ভুক্তভোগী ২৫ শিক্ষার্থী। চরম উৎকণ্ঠায় আছেন ওই শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তথ্যে জানা যায়, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মেধাবী ওই সাত শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে যথাসময়ে রেজিস্ট্রেশন করে। সর্বশেষ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। ফলে আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অনুমতি পেয়ে তারা নির্ধারিত ফি জমা দেয়। কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ডের পাঠানো চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নাম না থাকা সাত শিক্ষার্থী হলো- মাহি শাহারিয়ার মিতুল, ইমরানুল ইসলাম ইশাদ, মারুফ অহমেদ শাকিল, সুমন কুমার সরকার, আশিকুর ইসলাম সুমন, মাহদি-উল-হাসান মীম ও সৌরভ হাসান শাওন। এ ছাড়া কাঠগড়া বিএল উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট ২৫ শিক্ষার্থীর এ অবস্থা হয়েছে। ফলে চরম উৎকণ্ঠায় আছেন তাদের অভিভাবকসহ স্বজনরা। বিষয়টি নিশ্চিত করে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর এ সমস্যা হয়েছে। তবে তার সাত শিক্ষার্থী অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।