শ্রীবরদীতে সাবরেজিস্ট্রার গ্রেপ্তার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে সাবরেজিস্ট্রার আবদুর রহমান ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যায় দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শ্রীবরদী সাবরেজিস্ট্রারকে ঘুষ না দিলে দলিল হয় না- এ বিষয়টি ছিল ওপেনসিক্রেট। ভুক্তভোগীরা লিখিতভাবে বিষয়টি দুদককে জানায়। এর প্রেক্ষিতে বুধবার দুদকের একটি দল সকাল থেকে ওই অফিসের সামনে ওতপেতে ছিল। তারা সারা দিন রেজিস্ট্রি অফিসে আগত লোকজনের কাছে তথ্য সংগ্রহ করেন। পরে সন্ধ্যার দিকে সাবরেজিস্ট্রার আবদুর রহমান ভূঁইয়ার কক্ষে ঢুকে তলস্নাশি করে টেবিলের ড্রয়ার ও প্যান্টের পকেট থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।