চকরিয়ায় শহীদ দৌলত দিবস পালিত

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় স্বৈরচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ দৌলত দিবস পালিত হয়েছে। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর তৎকালীন স্বৈরচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে উপজেলা জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি দৌলত খান পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ওইদিন সারাদেশে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে ছাত্রলীগ নেতা দৌলতখানের নেতৃত্বে মিছিল বের হয়। এসময় পরিষদ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে প্রাণ হারান দৌলত খান। তখন থেকে দিবসটি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও দৌলত খান স্মৃতি সংসদ। বৃহস্পতিবার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৮টায় কোরআনখানী ও দোয়া মাহফিল, ৯টায় শহীদ দৌলতখানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ২টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউপ চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী।