পাবনায় দুর্নীতি মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাবনা প্রতিনিধি প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাবনার ইড্রাল ঔষধ কোম্পানি ও শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবুল হোসেন (৬০) এবং তার ছেলে রাজিবুল ইসলাম রাজিবকে (২৬) গ্রেপ্তার করেছে দুদক। বুধবার দুপুরে পৌর এলাকার চাঁদাখার বাশতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদক পাবনার উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, আবুল হোসেন ১৯৭৭ সাল থেকে নিজ নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলে ৪০ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৬১ টাকা অর্জন করেন। এর মাঝে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ৮ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৮২৯ টাকা। অন্যদিকে স্ত্রী তাসলিমা হোসেনের নামে অর্জিত ২ কোটি ৪৯ লাখ ১ হাজার ২১৫ টাকার সম্পদের মাঝে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৫ লাখ ৩১ হাজার ৯৩৮ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। অপরদিকে ছেলে রাজিবুল ইসলাম রাজিবের নামে ২ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৫০০ টাকার সম্পদের জ্ঞাত আয়বহির্ভূত পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা। তিনজনের সম্পদের পরিমাণ ৪৫ কোটি ৭৮ লক্ষ ৭৬ হাজার ৭৭৬। এর মধ্যে ১১ কোটি ৯৫ লক্ষ ৬৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা হয়েছে। দুদক পাবনার সাবেক উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাবনা সদর থানায় তিনজনের নামে তিনটি মামলা দায়ের করেন।