রামগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শামছুল

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামছুল ইসলাম পাটোয়ারী। প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ উপজেলা পর্যায়ে যাচাই-বাচাই কমিটির সভাপতি ইউএনও মুনতাসীন জাহান বুধবার বিকেলে স্বাক্ষরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে তিনি ১১তম উপজেলার শ্রেষ্ঠ এবং বিগত দিনে তিনি সাতবার লক্ষ্ণীপুর জেলার ও তিনবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলতর রহমান বলেন, শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলা, অভিজ্ঞতা, সময়ানুবর্তিকা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণিকক্ষে পাঠদান এবং বিদ্যালয়ে কাজের দক্ষতা ও আর্থিক শৃংখলা যাচাই-বাচাই করে একেএম শামছুল ইসলাম পাটোয়ারীকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচত করা হয়েছে। একই সাথে মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তারকে মহিলা প্রধান শিক্ষক, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।