শেরপুরে জাটকা ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুর পৌরসভার রেজিস্ট্রি অফিস বাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ৫ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাজার মনিটরিং টিম অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ জব্দ ও মাছ ব্যবসায়ী সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখের নেতৃত্বে এই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান এবং সহকারী কৃষি অফিসার মো. মাসুদ। মাছ বাজারের ব্যবসায়ী সাইফুল তার নিজের দোকানে জাটকা ইলিশ বিক্রি করছিলেন। এ সময় সেগুলো জব্দ করা হয় এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় দিয়ে দেয়া হয়।