পাবনায় লাইসেন্স না থাকায় ইট ভাটায় জরিমানা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাবনা প্রতিনিধি পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়ার এনএমবি ব্রিক্সের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার এনএমবি ব্রিক্সের মালিক নুরুল ইসলাম নুরুর কাছ থেকে থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ জানান, ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে। \হএবং উপজেলার অন্যান্য ইটভাটায়ও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।