বিএনপি স্বাধীনতাবিরোধী চক্রের অংশ :শিক্ষামন্ত্রী

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -যাযাদি
চাঁদপুর প্রতিনিধি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার রায়ের সময় বিএনপি হট্টগোল সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ, সেটি তাদের আচরণ দিয়ে প্রমাণ করে। বিএনপির জন্য এ ধরনের আচরণ কোনো নতুন ঘটনা নয়। বিএনপি এর আগে কোর্ট প্রাঙ্গণের ভেতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিল। শুক্রবার দুপুরে চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে এদেশ স্বাধীন হয়েছে বলেই আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিজয় মেলার উপদেষ্টা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে মাসব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা মুনির আহমদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদ। এবারের মেলায় ১৩১টি বাণিজ্যিক স্টল, ৪টি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন স্টল স্থাপন করা হয়েছে।