চৌহালীতে গণকবরে স্মৃতিফলক নির্মাণ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের চৌহালীতে স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর সন্ধান করে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা গ্রামে যুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডে শহীদদের এ গণকবরের সন্ধান মেলে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ওই গণকবরের স্মৃতিফলক নির্মাণকাজ উদ্বোধন করেন। ১৯৭১ সালের ২৫ অক্টোবর ওই গ্রামে হানাদার বাহিনী আক্রমণ চালিয়ে ২০ জনকে হত্যা করে। অনেক বাড়িঘর পুড়িয়ে দেয়। '৭১-এর সেই রণক্ষেত্র বৈন্যা সরকার বাড়ি বর্তমান হরকা বাড়ি নামে পরিচিত। এলাকার ২০ থেকে ৩০ জন অসহায় মানুষ জনৈক দুলাল সরকারের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয় রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে পাকবাহিনী বাড়িটি ঘিরে ফেলে নির্বিচারে ১৬ জনকে গুলি করে হত্যা করে, পরে সেখানে শহীদদের গণকবর দেয়া হয়। গণকবরে শায়িত শহীদরা হলেন- হারুন অর-রশিদ, কুজরত আলী, আব্দুল লতিফ, ছাত্তার, নৈয়ম উদ্দিন মুন্সী, আব্দুল মিয়া, আব্দুস সামাদ, মনের উদ্দিন, আব্দুল কুদ্দুস, আবু ফকির, নেবু সেখ, যোগিন্দ পাটনি, শাহজাহান আলী, আব্দুস ছাত্তার প্রমুখ। মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বলেন, 'গণকবরে নিহতদের স্মরণে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম এ সম্পর্কে জানতে পারবে।' ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ জানান, সঠিক অনুসন্ধানের অভাবে গণকবর সন্ধান না পাওয়া গেলেও উপজেলা প্রশাসন, গ্রামের মুক্তিযোদ্ধা ও প্রবীণ স্থানীয়দের সহযোগিতায় খুঁজে পেয়েছি। দিবস পালন ও গণকবর স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।