জোড়া লাগা শিশুকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রামে জন্ম নেওয়া বিশেষ আকৃতির জোড়া লাগা শিশু অর্থাভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। সামান্য আর্থিক সহায়তায় কোনোমতে বেঁচে আছে তারা। সোমবার উপজেলার বনপাড়া পৌরসভার আটুয়া এলাকায় শ্রমজীবী তাজেল হোসেন (৩৫) ও আদুরী বেগম (৩২) দম্পতির ঘরে জন্ম নেয় ওই কন্যা শিশুদ্বয়। স্থানীয় কাউন্সিলর দুলাল হোসেন জানান, শিশুদ্বয় জন্মের পর দেখা যায় একজনের পেছনে অন্যজনের কোমড়ে জোড়া লেগে আছে। মুখ ও হাত-পা দু'জনের পৃথক থাকলেও মলদ্বার একটি। স্থানীয় প্রশিক্ষিত ধাত্রী রেজিয়া বেগম গৃহবধূ আদুরীর ডেলিভারি করান। খবর পেয়ে বনপাড়া পৌরমেয়র জাকির হোসেন আর্থিক সহায়তা দিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ২১১ নম্বর ওয়ার্ডে ২৬ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ ও বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ কিছু আর্থিক সহায়তা করেন। তাই দিয়ে ঢাকায় যাওয়া ও প্রাথমিক চিকিৎসা ব্যয় বহন করা হয়। শুক্রবার শিশুর বাবা তাজেল ও স্থানীয় কাউন্সিলর দুলাল হোসেন জানান, তিন দিনের চিকিৎসায় শিশু দুটি ও তাদের মা আদুরী বেগম এখন সুস্থ। তবে স্বাভাবিক জীবন পেতে চিকিৎসা ও থাকা-খাওয়ার ব্যয় বহন করার মতো টাকা তাদের কাছে নেই। এ অবস্থায় শিশুদের বাঁচাতে প্রধানমন্ত্রীসহ অন্যদের সাহায্য কামনা করেছেন বাবা তাজেল হোসেন। কেউ যদি জোড়া শিশুকে সাহায্য করতে চায় তবে তাদের বাবা তাজেল হোসেনের মোবাইল ফোন নাম্বার-০১৭৬৪৭৬৯৬৭৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।