টঙ্গিবাড়ীতে ঝুঁকিপূর্ণ মসজিদে নামাজ আদায়

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের আল-মদিনা জামে মসজিদটি নদীভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পদ্মা নদীর পাড়সহ হাইয়ারপাড় গ্রামের আশপাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনের ফলে হাইয়ারপাড় মসজিদটির পেছনের বেশ কিছু অংশের মাটি নদীতে বিলীন হয়ে হেলে পড়ে। এলাকায় অন্য কোনো মসজিদ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মুসলিস্নরা সেখানেই নামাজ আদায় করছেন। মসজিদ কমিটির সভাপতি লতিফ হালদার জানান, অন্য জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা আছে, কিন্তু অর্থাভাবে তা করা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, মসজিদ এলাকায় ভাঙন শুরু হলে বেশ কিছু বালুভর্তি ব্যাগ ওই স্থানে ফেলা হয়েছিল। সরেজমিন পরিদর্শন করে মুসলিস্নদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।