বড়াইগ্রামে শীতেও চড়া সবজি বাজার

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। কোনো সবজিই ৩০ টাকার নিচে নাই। ফলে সবজি বাজারে গিয়ে অনেকটাই হাঁপিয়ে উঠছেন নিম্ন আয়ের মানুষ। শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও জোনাইল বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ও খুচরা উভয় বাজারে প্রচুর পরিমাণ শীতের সবজি উঠেছে। তবে সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। চড়া দামের কারণে সাধারণ মানুষের পক্ষে এখনো প্রয়োজনমত সবজি কেনা সম্ভব হচ্ছে না। এসব বাজারে ফুলকপি ৫০-৬০ টাকা, করলস্না ৮০-১০০ টাকা, বেগুন ৩০-৪০ টাকা, মুলা ২০-৩০ টাকা, সিম ৪০-৬০ টাকা, ধনে পাতা ৫০-৬০ টাকা, নতুন পেঁয়াজ ২০০-২৪০, পুরাতন পেঁয়াজ ২৪০-২৬০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, নতুন আলু ৫০-৬০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, পাকা টমেটো ৭০-৮০ টাকা, আদা ১৮০-২০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পালং শাক ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বাঁধাকপি প্রতি পিস ৩০-৪০ টাকা, লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। বনপাড়ার ক্রেতা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, মাদরাসা শিক্ষক হাকিমুর রহমান, পলস্নী বিদু্যৎ কর্মকর্তা মিজানুর রহমান, দিনমজুর আব্দুল লতিফ ও ভ্যান চালক শাহজাহান আলী জানান, শীতের সময় বাজারে প্রচুর টাটকা সবজি এসেছে। এখন পেট ভরে সবজি খাওয়া দরকার। কিন্তু এতবেশি দাম যে প্রয়োজনমত কেনাই সম্ভব হচ্ছে না। ফুলকপি চাষী কদিমচিলানের আনোয়ার হোসেন বলেন, এবার জমিতে প্রচুর পরিমাণে ফুলকপি জন্মেছে বাজারে চাহিদা বেশি থাকায় দাম কমেনি। ফলে আমাদের ভালো মুনাফা হচ্ছে।