মতলবে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মতলব (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবি হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের একাংশ -যাযাদি
চাঁদপুরের মতলবে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১৭ দিনে এ রোগে আক্রান্ত হয়ে মতলব আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৩ সহস্রাধিক শিশু ও বৃদ্ধ। প্রতিদিন গড়ে প্রায় ১৭৩ শিশু ভর্তি হচ্ছে। এ সংখ্যা স্বাভাবিক সময়ের তিন গুণের চেয়েও বেশি। আইসিডিডিআরবি মতলব শাখা সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে গত ২০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৯৫২ শিশু ভর্তি হয়েছে। এর মাঝে ৫ বছর বয়সী শিশু ২ হাজার ২৫৪। বাকি ৬৯৮ জনের বয়স পাঁচ বছরের বেশি। গত বছর ৩৫ দিনে ৫ সহস্রাধিক শিশু ভর্তি হয়েছিল। এবার ভর্তি শিশুর সংখ্যা অনেক বেশি। এদের মধ্যে চাঁদপুর সদরের ২৬২ জন, ফরিদগঞ্জের ১৯০, হাজীগঞ্জের ১১৬, কচুয়ার ১১৭, হাইমচরের ৩৩, মতলব উত্তরের ১০৭, দক্ষিণের ১০৩, শাহরাস্তির ৯৬, কুমিলস্নার দাউদকান্দির ১৩৩, দেবীদ্বারের ১৩৫, লাকসামের ১৪৬, মুরাদনগরের ১৪৩, লক্ষ্ণীপুরের ১৭৯, রামগঞ্জের ৮৩, নোয়াখালীর চাটখিলের ৩৪ জনসহ বিভিন্ন উপজেলার শিশু ও বৃদ্ধ রয়েছেন। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিষ্ঠান প্রধান ডা. ফজল খান বলেন, এ হাসপাতালে ৬০ ডায়রিয়া রোগীর আসন রয়েছে। কিন্তু প্রতিদিন গড়ে দেড় শতাধিক শিশু ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত কোনো শিশু মারা যায়নি। জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, দূষিত পানি পান ও ময়লা খাবার গ্রহণই এ রোগের কারণ। রোগ এড়াতে এসব খাবার বর্জন করতে হবে। শিশুদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দ্রম্নত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।