নেত্রকোনা ট্র্যাজেডি দিবস আজ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস। জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আত্মঘাতী কিশোরসহ উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মেকানিক্স যাদব দাসসহ ৮ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্‌উদ্দিন, ইউনূসসহ ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে। ইতোমধ্যে ঢাকা দ্রম্নত বিচার ট্র্যাইবু্যনাল আদালত-২ ৭ আসামিকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতি বছর ৮ ডিসেম্বর দিবসটি পালন করে আসছে। দিবস উদ্‌যাপন কমিটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ৫ মিনিট নীরবতা পালন, বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল, বেলা ১২টায় শহীদদের কবর জিয়ারত, বিকাল সাড়ে ৫টায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও গণজাগরণী প্রতিবাদী গণসংগীত।