চুয়েটে দেশের প্রথম আইটি ইনকিউবেটর উদ্বোধন

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চুয়েটে আইটি বিজনেস ইনকিউবেটরের ভিত্তি স্থাপন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি -যাযাদি
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অঞ্চলের মানুষের বহুল প্রত্যশিত আইটি বিজনেস ইনকিউবেটরের মূল ভিত্তি স্থাপন করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। রোববার প্রকল্পের উদ্বোধন করা হয়। 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' নামকরণে এ প্রকল্পটি হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম আইটি বিজনেস ইনকিউবেটর। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এমপি বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে চুয়েটে 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' স্থাপন করা হচ্ছে। এতে ব্যয় হবে ১০০ কোটি টাকা। চুয়েট ক্যাম্পাস অভ্যন্তরে ৫ একর জমির ওপর ১০তলা ভবনবিশিষ্ট 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' প্রকল্পটি নির্মিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।