গুলিয়াখালী জামে মসজিদ সড়কের বেহাল দশা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের সীতাকুন্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী জামে মসজিদ সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। গত বছর দরপত্র আহ্বানের মাধ্যমে চলাচলের অনুপযোগী এ সড়কের সংস্কার কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদারি কর্তৃপক্ষের অবহেলায় মাঝপথে কাজ বন্ধ হওয়ায় চলাচলে চরম ভোগান্তিতে রয়েছেন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন থেকে সংস্কার বিহীন এ রাস্তাটি সামান্য বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কের বেশির ভাগ অংশ নষ্ট হওয়ায় চলাচলে প্রতিনিয়ত ছোট,বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। সরেজমিন রাস্তাটি ঘুরে দেখা যায়, মেরামত কাজ বন্ধ থাকায় পুরো সড়কজুড়ে ছোট, বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটির অধিকাংশ স্থানে খানাখন্দকের সৃষ্টি হওয়ায় ভোগন্তি নিয়ে চলাচল করছেন ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও হাজারো পথচারী। দীর্ঘদিন থেকে সংস্কার বিহীন থাকা এ সড়কটির বিভিন্ন জায়গায় এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, 'বিগত বছরের বর্ষায় পিচ ঢালাই উঠে পুরো সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা ইতোমধ্যে নাজুক এ সড়কের সংস্কার কাজ দ্রম্নত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবহিত করেছি। আগামী এক মাসের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শেষ হবে বলে আমি আশাবাদী।'