নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নেত্রাকোনা ট্রাজেডি দিবসে সন্ত্রাসবিরোধীর্ যালি বের করা হয় -যাযাদি
নেত্রকোনা প্রতিনিধি জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে রোববার পালিত হয়েছে নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস। নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্‌যাপন কমিটির উদ্যোগে প্রতিবাদী মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, আরিফ খান জয় এমপি, উদীচী নেত্রকোনার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। এর আগে সকাল ১০টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট 'স্তব্ধ নেত্রকোনা' কর্মসূচি পালন করা হয়।