বাবুগঞ্জে ধান কাটা উৎসব শুরু

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি বস্নকে কৃষক-কৃষাণী এবং এটিআইএর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ধান কাটা উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল মঈদ। এ সময় তিনি বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষিতে অভাবণীয় সফলতা অর্জন করেছে। কৃষকদের সুবিধার্থে সার ও বীজের দাম কমিয়েছে। একই জমিতে তিন মৌসুমে ফসল ফলাতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কৃষকদের উদ্দেশে বলেন, 'আমন ফসলের পর মুগডাল তারপর ইরি ধান চাষ করলে কৃষক যেমন লাভবান হবে তেমনি দেশে খাদ্য ঘাটতি থাকবে না। সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে হবে।' অতিরিক্ত পরিচালক (বরিশাল অঞ্চল) কৃষিবিদ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও পাথরঘাটা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়ালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটিআইয়ের অধ্যক্ষ জিএম ইদ্রিস, উপ-পরিচালক কৃষিবিদ হরিনাথ শিকারি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কৃষি কর্মকর্তা মরিয়ম ওবগম। আরো বক্তব্য রাখেন কৃষক সেলিম হোসেন, ধান কাটা মেশিন (হারভেস্টার) এর চালক সিদ্দিকুর রহমান প্রমূখ। সার্বিক তত্ত্ব্বাবধানে ছিলেন উপ-সহকারী সাদেকুর রহমান সুরুজ সিকদার, উপসহকারী মনিরুজ্জামান, মজিবুর রহমান, আতিকুর সুমন, রিয়াজুল ইসলাম ওমর, সিদ্দিকুর রহমান সবুজ। এসময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা প্রদর্শনীর মাধ্যমে কৃষক-কৃষানীদের উদ্বুদ্ধ করেন।