সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাখা উদ্বোধন সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়ার সোনাতলায় রোববার সকাল ১০টায় এক্সিম ব্যাংকের ১২৮তম শাখার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও উক্ত প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। দিবস পালিত দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা কুষ্টিয়ার দৌলতপুর মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, হায়দার আলী আলী প্রমুখ। ধান সংগ্রহ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ডিমলায় কৃষকদের নিকট সরকারী ভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী। অ্যাডভোকেসি সভা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরে জলাতঙ্ক নির্মূলে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প: প: কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এমডিভি সুপারভাইজার আব্দুলস্না আল রোমান। মুক্ত দিবস কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা মুক্ত দিবস উপলক্ষে রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা। লোগো উন্মোচন ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগ ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন জেলার ২৪ দল নিয়ে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। রোববর সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লীগের লোগো উন্মোচন ও লীগের টাইটেল স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ ব্যাশ লীগের চেয়ারম্যান ইমরান হোসেন সুজন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন। কম্বল বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫শত প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার বান্দল গ্রামে অবস্থিত মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন। অবহিতকরণ সভা কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হলরুমে রোববার বেলা ১১টার সময় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুষ্টিয়া জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিজি) কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নুরুল আমিন। আসামি গ্রেপ্তার মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে। আলোচনা সভা সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃর্দা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান।